শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর উদ্যোগে হাল ফিরতে চলেছে ১৪ কিমি লম্বা রাস্তার, বেজায় খুশি মুর্শিদাবাদের বাসিন্দারা

Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৪ ১৬ : ৪৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বহু মাস ধরে কেন্দ্র সরকারকে অনুরোধ করেও কাজ না হওয়ায় অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে হাল ফিরতে চলেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের জিগড়ি মোড় থেকে এলসিডি ঘাট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রাস্তার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার অন্যতম এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কারের কাজ শুরু হল। রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য সরকার প্রায় সাড়ে ১৩ কোটি টাকা বরাদ্দ করেছে। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি সংস্কার হলে ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ছাড়াও কাঞ্চনতলা, মহেশপুর, অর্জুনপুর, নয়নসুখ, ইমামনগর এবং আশেপাশের আরও কয়েকটি এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি একসময় মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে চলে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের অংশ ছিল। তবে বর্তমানে মূল ১২ নম্বর জাতীয় সড়কটির অন্য পথ দিয়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে চলে গেছে। 

 

মূল জাতীয় সড়কের অংশ না হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ এই রাস্তাটিকে সংস্কার করবে তা নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে দড়ি টানাটানি চলছিল বলে প্রশাসন সূত্রের খবর। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'কেন্দ্র সরকারকে বহুবার অনুরোধ করা হয়েছিল প্রায় ১৪ কিলোমিটারের এই রাস্তাটির সংস্কার করার জন্য। কিন্তু বহু আবেদন নিবেদনের পরও কেন্দ্র সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্যের পূর্ত দপ্তর প্রায় সাড়ে ১৩ কোটি টাকা খরচ করে রাস্তাটির সংস্কার শুরু করেছে। রাস্তা সংস্কার হয়ে যাওয়ার পর ওই এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন।' 

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থার মধ্যে পড়েছিল। রাস্তার বিভিন্ন প্রান্তে বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তা সংস্কার হলে গ্রামের অসুস্থ ব্যক্তিদের অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে যাওয়া ছাড়াও স্থানীয় কয়েকটি বেসরকারি স্কুলে যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে। স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, রাস্তা সংস্কার হয়ে যাওয়ার পর তাঁরা আরও কম সময়ে ফরাক্কার টাউনে পৌঁছতে পারবেন।


#Murshidabad# Westbengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...

বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......

ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



11 24